মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

বিখ্যাত বৌদ্ধ তীর্থ পাও-হোয়া-সান(Bao-Hua-Shan) ভ্রমণ

বসন্তের শেষে গ্রীষ্মের দাবদাহে যখন মন-প্রাণ অতিষ্ট,এক পশলা বৃষ্টিতে ভিজতে বা এক মূহুর্তের দখিনা বাতাসে ভেসে যাওয়ার জন্য যখন ইচ্ছে হচ্ছিলো তখন বেলকনতি বসে ভাবছিলাম গ্রীষ্মের এই দীর্ঘ ছুটিতে কিছুই করা হয়নি।না পড়েছি না ঘুরেছি।তাহলে কি করা যায়?