শনিবার, ১১ জুলাই, ২০২০

আলোর ফেরিওয়ালা পলান সরকার

আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।  (ফ্রাঞ্জ কাফকা)। সেই বরফ ভাঙ্গার জন্য পলান সরকার  তার জীবনের ৩০ বছরের ও বেশি সময় ব্যয় করেছেন। আলোর ফেরিওয়ালা পলান সরকার জ্ঞানের আলোকবর্তিকা হাতে  রাজশাহীর চারঘাট উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষকে আলোকিত করেছেন।