শনিবার, ১১ জুলাই, ২০২০

আলোর ফেরিওয়ালা পলান সরকার

আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।  (ফ্রাঞ্জ কাফকা)। সেই বরফ ভাঙ্গার জন্য পলান সরকার  তার জীবনের ৩০ বছরের ও বেশি সময় ব্যয় করেছেন। আলোর ফেরিওয়ালা পলান সরকার জ্ঞানের আলোকবর্তিকা হাতে  রাজশাহীর চারঘাট উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষকে আলোকিত করেছেন।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

বিখ্যাত বৌদ্ধ তীর্থ পাও-হোয়া-সান(Bao-Hua-Shan) ভ্রমণ

বসন্তের শেষে গ্রীষ্মের দাবদাহে যখন মন-প্রাণ অতিষ্ট,এক পশলা বৃষ্টিতে ভিজতে বা এক মূহুর্তের দখিনা বাতাসে ভেসে যাওয়ার জন্য যখন ইচ্ছে হচ্ছিলো তখন বেলকনতি বসে ভাবছিলাম গ্রীষ্মের এই দীর্ঘ ছুটিতে কিছুই করা হয়নি।না পড়েছি না ঘুরেছি।তাহলে কি করা যায়?